পঞ্চগড়ে ধাক্কা মারা হতে হিরোইন ইয়াবাসহ ১ ব্যক্তিকে আটক করেছে গয়েন্দা (ডিবি) পুলিশ । জানাগেছে আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে গয়েন্দা (ডিবি) পুলিশের এস আই নুর নবী প্রধানের নেতৃতে মোশারফ সহ এক দল (ডিবি) পুলিশ অভিজান চালিয়ে জেলা সদরের ধাক্কা মারা বিপি স্কুলের পিছন থেকে কাজল শেখ (মাজু) (৩২) কে হিরোইন ইয়াবা সহ হাতে নাতে আটক করে। আটক কৃত শহরের নিউ মার্কেট এলাকার হযরত আলীর ছেলে। গয়েন্দা (ডিবি) পুলিশ জানায় আটক ব্যক্তিকে মাদক আইনে নিয়মিত ধারায় মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।