সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে হিরোইন ও ভারতীয় রুপিসহ আটক ১

পঞ্চগড়ে আব্দুল্লাহ আল কাফি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গত বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীকে আটক করে।
জানা যায়, জেলার তেঁতুলিয়া উপজেলা সদরের চৌরাস্তা বাজারে বিজিবির অভিযানে শালবাহানহাট ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মাকাল উদ্দীনের ছেলে আব্দুল্লাহ আল কাফি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে চার পুরিয়া হিরোইন ও ৩ হাজার ৬৩০ ভারতীয় রুপিসহ আটক করেছেন। অভিযানে তেঁতুলিয়া কোম্পানি সদরের নায়েক সুবেদার গাজীর নেতৃত্বে ১০ সদস্যর এক দল বিজিবি অংশ নেয়।
নায়েক সুবেদার গাজী জানান, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক মাদক ব্যবসায়ীকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।