
ডিজার হোসেন বাদশা পঞ্চগড় প্রতিনিধি:৬৮ বছর পর প্রিয় জন্মভহমি বাংলাদেশের নাগরিক হয়ে এক বছর পূর্ণ করলো ছিটমহলবাসী। ৬৮ বছরের অবরম্নদ্ধ জীবন থেকে মুক্তি মিলেছিল গত বছর ৩১ জুলাই । সেদিন মধ্যরাতে আনন্দে ভাসতে থাকে ছিটমলের নাগরিকরা। এই দিনটিকে এবার নানা আয়োজনে উদযাপন করলো ৩৬ ছিটমহলের নাগরিকরা। রাত ১২ টা ১ মিনিটে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শহীদমিনারে ফুল দিয়ে নতুন জীবনের ১ বছর পূর্তিকে স্মরণ করলো তারা। স্বাধীন ভূখন্ডের স্বাদ নেয়া এসব মানুষদের জীবন থেকে পেরিয়ে গেল ১ টি বছর । জেলার ৩৬টি ছিটমহলের ভুখন্ডে বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলিত হওয়ার পরপরই প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরনে মানুষের আশা আকাংঙ্খার প্রতিফলন ঘটেছে এক বছরেই। পুরন হয়েছে সারা জীবনেই পিছিয়ে থাকা সুবিধা বঞ্চিত এই মানুষ গুলোর মৌলিক অধিকার সমূহ । এখন স্বাধীন এই ভূ খন্ডের শিশুরা স্কুলে যায়। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, বিদ্যুত সহ সরকারী সকল সুবিধার আওতায় এসেছে এসব ছিটমহলের মানুষ । প্রত্যাশার ঘর প্রাপ্তি দিয়ে ভরে গেছে এক বছরের ব্যবধানেই । পেয়েছে কলেজ, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, মাদ্রসা সহ সকল ধর্মীয় উপাসানালয় । থ্রিজি ইন্টারনেট ও বিদ্যুতের আলো জ্বলছে ঘরে ঘরে। বিলুপ্ত ছিটমহলবাসীর দাবী ছিটমহলের অন্যান্য সুযোগ সুবিধা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন তারা।
রাত ১২ টা বাজার আগেই মফিজার রহমান কলেজের মাঠে জড়ো হতে থাকে বিলুপ্ত গারাতী ছিটমহলের জনগণ । ঘড়ির কাটায় তখন ১২ টা ১ মিনিট । পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম,ছিটমহল উন্নয়ন সমন্বয় কমিটির পঞ্চগড় নীলফামারী জেলার সমন্বয়ক মফিজার রহমান সহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার মাধ্যমে দিনটিকে উদযাপন করে।
বাংলাদেশ ঘোষণার পর যুগের পর যুগ অবহেলিত এসব জনপদ এবং বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজ শুরু করেছে সরকার। জেলার বিলুপ্ত ৩৬ ছিটমহলে রাস্তাঘাট ও ব্রিজ-কালভাট উন্নয়নে এলজিইডি ৮২ দশমিক ৬৬ কোটি এবং জেলা পরিষদ ১৬২ কোটি টাকার ২৫টি প্রকল্প গ্রহন করেছে। ইতিমধ্যে কিছু প্রকল্পের দরপত্র আহবান করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে এসব প্রকল্প বাসত্মবায়ন করা হবে। এছাড়া সরকারি অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদ-মন্দির হয়েছে। বিদ্যুত সুবিধার আওতায় আলোকিত হয়েছে অবহেলিত এই জনপদ। সব মিলিয়ে বেশ খুশি বিলুপ্ত ছিটমহলের নাগরিকরা।
এদিকে বিভিন্ন ছিটমহল ঘুরে জানা গেছে পঞ্চগড়ের ৩৬ ছিট মহলে গড়ে ওঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মুক্তির আগে এসব অঞ্চলের মানুষেরা শিক্ষা বঞ্চিত ছিলেন। অনেকে ভূয়া কাগজপত্র দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতো। অনেকেই শিক্ষার আলো থেকে বঞ্চিতই থাকতো। গত এক বছরে ৩৬ ছিটমহলে ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে । এর মধ্যে হাইস্কুল ১৭টি,প্রার্থমিক বিদ্যালয় ১১টি,এবং কলেজ ৪টি । নাজির গঞ্জ দই খাতায় ইন্দিরা মুজিব কলেজ,গারাতী ছিটমহলে মফিজার রহমান কলেজ,শালবাড়ি ছিটমহলে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম কলেজ । এসব শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় নাগরিকরা জমি দান করে প্রতিষ্ঠানগুলি স্থাপন করেছেন। মফিজার রহমান কলেজের নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে ছিটমহলের নাগরিক মাহফুজা আক্তার এবং মনিরা বেগম। তারা জানায়,‘ বাংলাদেশ পেয়েছি বলে লেখা পড়া করার সুযোগ পাচ্ছি । না হলে প্রায় ৩০ কিলোমিটার দুরে গিয়ে লেখা পড়া সম্ভব হতোনা।’