পঞ্চগড়ে তিনদিন ব্যাপী গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় গ্রামীণ বিলুপ্তপ্রায় এক্কা-দোক্কা, কানামাছি ভোঁ-ভোঁ, মোরগ লড়াই, হা-ডু-ডু, বউ-চি ও ডাংগুলীসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ে ১০ টি ইউনিয়নের প্রতিযোগিরা অংশগ্রহণ করে। উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা বেগম সিদ্দীকা’র সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম
আখতারুজ্জামান শাহজাহান ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শাহিন।