শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ৮ ঘন্টা রিক্সা ভ্যান চলাচল বন্ধ

পঞ্চগড় জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকে কর্মবিরতীর কারণে শহরে প্রায় ৮ ঘন্টা রিক্সা ভ্যান চলাচল বন্ধ থাকে। পঞ্চগড় জেলা শহরে অটো রিক্সা, ভ্যান, থ্রি-হুইলার (পাগলু) ও বাস-মিনিবাস নির্ধারিত স্থান ছাড়া শহরের যেখানে সেখানে যাত্রী তোলায় অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতীর ডাক দেয় পঞ্চগড় জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন। ফলে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৮ ঘন্টা শহরে রিক্সা ভ্যান চলাচল বন্ধ থাকে। এই দীর্ঘ সময় সাধারণ যাত্রীসহ শিক্ষার্থীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। রিক্সা ভ্যান না চলায় ব্যবসায়ী তাদের মালামাল যেমন বহন করতে পারেন নি তেমনি আড়তে কাঁচামাল নিয়ে আসতে পারে নি চাষীরা। কেউ কেউ বিকল্প মাধ্যমে বা নিজ মাথায় করে মালামাল বহন করেন। দূরের শিক্ষার্থীদের নিরুপায় হয়ে পায়ে হেটে বাড়ি যেতে হয়। কর্ম বিরতীর সময় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন ও অটো রিক্সা শ্রমিকদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েকজন শ্রমিককে আক করলেও পরে তাদের ছেড়ে দেন। পঞ্চগড় পৌরমেয়র তৌহিদুল ইসলাম ও প্রশাসনের পক্ষ থেকে আলোচনায় বসার আহবান করলে তারা কর্ম বিরতী আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেন।
জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: মোমিন বলেন, ২০১২ সালের ১২ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলায় অটো রিক্সা, ভ্যান, থ্রি-হুইলার পাগলু ও বাস-মিনিবাস তাদের নিধারিত স্থান ছাড়া শহরের যেখানে সেখানে যাত্রী তুলতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। কিন্তু আজও তা বাস্তবায়ন না হওয়ায় এই অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতীর ডাক হয়েছে জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শহীদুল ইসলাম বলেন, এর আগে আমরা প্রশাসনকে স্মারকলিপি দিলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আমাদের দাবী বাস্তবায়ন না হলে আগামী সোমবারের পর আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

Spread the love