পঞ্চগড় হতে জয় গোপাল সুমন: পঞ্চগড় জেলা চিফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট এর খাস কামরার সামনে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দুর্বাস্তুরা।
আজ দুপুরে অফিস চলাকালীন সময় পঞ্চগড় জেলা চিফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু মনছুর মো: জিয়াউল হক এর খাস কামরার সামনে ককটেল বিষফোরন ঘটিয়েছে দুর্বাস্তুরা। এ সময় সন্দেহ মূলক ২ জন কে গ্রেফতার করেছে পুলিশ তার হলো পার্শ্ববর্তী কনস্ট্রাকশনের ইঞ্চিনিয়ার এবং সেখানকার একজন কর্মচারী। দুজন পালিয়ে গেছে। পালাতক দুজন নীলফামারী জেলার বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর কোর্ট এলাকায় আতঙ্ক বিরাজ করছে।