পঞ্চগড় হতে জয় গোপাল সুমন: পঞ্চগড় জেলা চিফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট এর খাস কামরার সামনে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দুর্বাস্তুরা।
আজ দুপুরে অফিস চলাকালীন সময় পঞ্চগড় জেলা চিফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু মনছুর মো: জিয়াউল হক এর খাস কামরার সামনে ককটেল বিষফোরন ঘটিয়েছে দুর্বাস্তুরা। এ সময় সন্দেহ মূলক ২ জন কে গ্রেফতার করেছে পুলিশ তার হলো পার্শ্ববর্তী কনস্ট্রাকশনের ইঞ্চিনিয়ার এবং সেখানকার একজন কর্মচারী। দুজন পালিয়ে গেছে। পালাতক দুজন নীলফামারী জেলার বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর কোর্ট এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
Please follow and like us: