
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন এনামুল হক। তিনি বোদা উপজেলার ময়দানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জেলা পর্যায়ের ফলাফল ঘোষণা করেন জেলা বাছাই কমিটি। তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়ন,সজ্জিতকরণ,প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ,খেলাধূলার সরঞ্জাম, স্যানিটেশন সহ শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলেছেন। শ্রেষ্ঠ শিক্ষক এনামুল হক বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় বিদ্যালয়ের ভালো করার চেষ্টা করেছি। আমাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার এ অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের বলে তিনি মন্তব্য করেন।