মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড় জেলা খেতমজুর সমিতির সম্মেলন অনুষ্ঠিত

মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধ কর, পল্লী রেশন চালু কর এই দাবীতে পঞ্চগড়ে জেলা খেতমুজর সমিতির ৪র্থ জেলা সম্মেলন গতকাল সোমবার বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। বোদা পাইলট গাল স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধনের পর একটি বিক্ষোভ মিছিল বোদা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পঞ্চগড় জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ৪র্থ জেলা সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ আনোয়ার হোসেন রেজা। স্বাগত বক্তব্য ও সাধারণ সম্পাদক রিপোট উপস্থাপন করেন খেতমজুর সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড দিপক কুমার দে বাবলু, সাধারণ সম্পাদক নুর ইসলাম, দেবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কমরেড হাসান আলী, পঞ্চগড় সদর উপজেলা কমিটির সভাপতি কমরেড আঃ হান্নান, আটোয়ারী উপজেলা কমিটির কমরেড জাহিদুল ইসলমা বাচ্চু, তেতুলিয়া উপজেলা কমিটির সভাপতি কমরেড জহিরুল ইসলাম, ক্ষেতমজুর নেতা মনছুর আলী, আলী মতুর্জা, রমজান আলী প্রমুখ। সম্মেলনে মোঃ আতাউর রহমানকে সভাপতি এবং আশরাফুল আলমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি পঞ্চগড় জেলা শাখার কমিটি গঠন করা হয়।