শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড় জেলা প্রশাসকের তেঁতুলিয়া হাসপাতাল পরিদর্শন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ রবিবার দুপুর ২টায় পঞ্চগড় জেলা প্রশাসক, অমল কৃষ্ণ মন্ডল তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এসময় পঞ্চগড় সির্ভিল সার্জন ডা. পীতাম্বর রায়, জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন সংগে ছিলেন। জেলা প্রশাসক হাসপাতাল আন্তঃবিভাগে পরিদর্শন কালে ভর্তি রোগীদের কাছে চিকিৎসা সংক্রান্ত ও খাবারের মান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে তিনি হাসপাতালের নবনির্মিত ডক্টর কোয়াটারস পরিদর্শন করেন।