
নুরেহাবিব, পঞ্চগড় : ২৯ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে একাধিক সম্মুখ ও গেরিলা যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীকে পর্যুদস্ত করে পঞ্চগড়কে মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা দেয়।
১৯৭১ সালের ১৭ এপ্রিল পাকিস্তানী হানাদার বাহিনী পঞ্চগড় দখলে নিয়ে নির্বিচারে ধব্বংসযজ্ঞ চালায়। স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলেও হানাদার বাহিনীর আধুনিক অস্ত্র সরঞ্জামের কারণে সাময়িকভাবে পিছু হটে। জুলাই মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্রবাহিনী পাক বাহিনীর ওপর গেরিলা আক্রমণের পাশাপাশি তাদের ডিফেন্সের ওপর অব্যাহতভাবে হামলা চালাতে থাকে। এতে পাক বাহিনী পিছু হটতে থাকে।
২৮ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী চারদিক থেকে পাকবাহিনীর ওপর উপর্যুপরি আক্রমণ করে। একপর্যায়ে সৈয়দপুর অভিমুখে পিছু হটে। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযুদ্ধে এ অঞ্চলটি ছিল ৬ নং সেক্টরের অর্ন্তগত ৬-এ সাব-সেক্টর হিসেবে।
মুক্তিযোদ্ধারা প্রথমে জেলার সদর উপজেলার অমরখানায় অবস্থান নিয়ে ভজনপুরের চাওয়াই নদীর ওপর ব্রিজটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন। এ কারণে পাক হানাদাররা আর তেঁতুলিয়ায় প্রবেশ করতে পারেনি। ফলে মুক্তিযুদ্ধের পুরো সময় তেঁতুলিয়া ছিল মুক্তাঞ্চল। যা দেশের ৪টি মুক্তাঞ্চলের মধ্যে অন্যতম।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল বলেন, ‘১৯৭১ সালের ২৮ নভেম্বর মুক্তিবাহিনীর সাথে মিত্রবাহিনী, গেরিলা, এমএফসহ সকলে একযোগে খানসেনাদের ওপর সাঁড়াশি অভিযান চালায়। সম্মিলিত অভিযানে টিকতে না পেরে খানসেনারা পিছু হটে। পরদিন ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদার মুক্ত হয়।