পঞ্চগড় প্রতিনিধি : যুগ্ম জেলা জজ আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় যুগ্ন জজের টেবিল ও বেঞ্চ সহকারীর টেবিলের কিছু অংশ এবং কম্পিউটারসহ প ্রায় কয়েকশ’ মামলার মূল নথিপত্র পুড়ে গেছে । শুক্রবার সকাল ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নৈশ প্রহরী আজহার আলী জানান,সকাল ৭টার দিকে জানালা দিয়ে আগুন ও ধোয়া দেখে তিনি চিৎকার করতে থাকেন। এসময় আশপাশের লোকজন ছুটে আসে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। বেঞ্চ সহকারী আফিজউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত যুগ্ম জেলা জজ মামুন অর রশিদ অফিসে কাজ করেন। পরে তিনি (বেঞ্চ সহকারী) ও এমএলএসএস রাজীবসহ কাজ শেষে রাত ১০টায় বাসায় চলে যান। বাসায় ফেরার আগে তিনি অফিসের দরজা জানালা বন্ধ করে যান। বিড়ি সিগারেট বা মশার কয়েল জ্বালানো হয়নি বলে তিনি দাবি করেন। পঞ্চগড় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুল মালেক জানান, বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়নি। তবে মশা তাড়ানোর কয়েল বা বিড়ি সিগারেটের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তার ধারণা। পঞ্চগড় আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মির্জ নাজমুল ইসলাম কাজল জানান, ফৌজদারী মামলার কাগজপত্রগুলোর সূত্র পাওয়া গেলেও দেওয়ানী মামলার কাগজপত্র পাওয়া যাবেনা। ফলে এসব মামলার বাদী-বিবাদীরা মারাত্বক বিপাকে পড়বেন। পঞ্চগড় যুগ্ম জেলা জজ মামুন–অর রশীদ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।