মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড় শহরে আবাসিক হোটেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

পঞ্চগড় শহরে রাজনগর আবাসিক হোটেল থেকে তড়িৎ কান্তি রায় (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পঞ্চগড় সদর থানা পুলিশ গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ওই হোটেলের ১১৩ নম্বর রুমের দরজা ভেঙে ফ্যানের সাথে বিছানার চাদর দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। হোটেল কর্তিপক্ষ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বালাকান্তি গ্রামের রনজিৎ কুমার বর্ম্মনের ছেলে মৃত তড়িৎ কান্তি রায় (২৮)।
সে গত ১২ জুলাই সন্ধ্যায় ওই হোটেলে উঠে। গতকাল সোমবার সকাল থেকে রুমের দরজা বন্ধ থাকায় সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে জানালা ভেঙে দেখে যুবক সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।