বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পঞ্চগড় সড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬

আজ শনিবার পঞ্চগড়ের বাংলাবান্ধা তেঁতুলিয়া মহা-সড়কে ট্রাক, সিএনজি ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে প্রায় ৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মিরা এর মধ্যে গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত তেঁতুলিয়া হাসপাতাল ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর ২ টার সময় তেঁতুলিয়া বাংলা বান্ধা স্থল মহা-সড়কের রনচন্ডী বাজারে শালবাহান থেকে আসা মটর সাইকেল, বাংলাবান্ধা থেকে আসা সিএনজি ও তেঁতুলিয়া থেকে স্থল বন্দর গামী ট্রাক সংঘর্ষ বাধে সময় রাস্তার পাসে দাড়ীয়ে থাকা আরো দুটি ভেন/দুটি সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে ।
মহাসড়কে দূঘটনার পরে তেঁতুলিয়া ও ভজনপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে ছুটে আসেন । শেষ লেখা পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি ।