রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চম সংশোধনী ফিরিয়ে দিয়ে সকল ধর্মের মানুষের সম-অধিকার প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এমপি গোপাল।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল পবিত্র ঈদ-উল আজহা ও শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন ধর্ম আমাদের শক্তি আমাদের অনুভূতি। এই অনুভূতিকে কাজে লাগিয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রাখতে হবে। শ্রষ্টাকে পাবার জন্য সকলেই নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।এই শ্রদ্ধাবোধ থেকেই আমরা একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে উৎসব উদযাপন করি। এটি হচ্ছে বাঙালী জাতির হাজার বছরের ঐতিহ্য ও নিদর্শন। এই ঐতিহ্যকে এক শ্রেণীর অপশক্তি ধর্মের দোহাই দিয়ে ধর্মকে পুঁজি করে সহজ সরল মানুষকে নানা ভাবে বিভ্রামত্ম করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চায়। তাই এদের হাত থেকে আমাদের সজাগ থাকতে হবে এবং হাজার বছরের সম্প্রীতিকে রক্ষা করতে হবে। ১৯৭৫ এর ১৫ই আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে নির্মম হত্যাকান্ডের মাধ্যমে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় আসার পর পঞ্চম সংশোধণী বিলুপ্ত করে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভক্ত করে সংখ্যালঘু সম্প্রদায়কে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে রুপান্তরিত করেছেন। এ অবস্থা থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পঞ্চম সংশোধনী ফিরিয়ে দিয়ে সকল ধর্মের মানুষের সম-অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি বাংলাদেশে সকল ধর্মের সম-অধিকার রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেছেন।

 

গত শুক্রবার বীরগঞ্জ উপজেলা দূর্গাপূজা উদ্যাপন পরিষদ আয়োজিত বিজয়া পুন র্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে তিনি মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গঁনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয়া পুনর্মিলনীর শুভ উদ্বোধন ঘোষনা করেন। বীরগঞ্জ উপজেলা দূর্গাপূজা উদ্যাপনের সভাপতি ১০নং মোহনপুর ইউপি চেয়ারম্যান বাবু দিনেশ চন্দ্র মহমেত্মর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাতোর ইউপি চেয়ারম্যান রবিন্দ্র নাথ গোবিন বর্মন, মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু কালিপদ রায়, কেন্দ্রীয় মহানামযজ্ঞানুষ্ঠানের সভাপতি বাবু গিরিজা নাথ দাস, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পাল্টাপুর ইউপি চেয়ারম্যান সুরেন্দ্র নাথ রায় (কোকিল বাবু), জন্মাষ্টমী কমিটির সাধারণ সম্পাদক বাবু বিমল চন্দ্র দাস, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল চন্দ্র দেব শর্মা, কাহারোল উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু গোপেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ডাঃ রাজেন্দ্র নাথ রায় ও বিষ্ণু মন্দির সেবায়ত বাবু নিত্যান্দ সাহা প্রমুখ। আলোচনা সভা শেষে গোপাল দেব শর্মার সার্বিক তত্তাবোধানে ও পরিচালনায় এক ধর্মীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লীলা নাট্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন শ্রী নিতিশ কুমার বক্শী (মুকুল বক্শী) সভাপতি বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ, ঠাকুরগাঁও।

Spread the love