
পটুয়াখালী-গলাচিপা নৌরুটের কলাগাছিঁয়া নদীতে ঝড়ের কবলে পড়ে লঞ্চ ডুবিতে নারী-শিশুসহ ১৩ জনের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ জন এবং আরো অন্তত ২০ জন নিখোঁজ রয়েছে। শনিবার রাত ৮টা পর্যন্ত আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়। রবিবার ভোরে উদ্ধার কাজ ফের শুরু হলে সকাল ৮টা পর্যন্ত নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আরও ৫ জনের মৃতদেহ উদ্ধার করে। এদিকে খুলনা ও বরিশাল থেকে দুটি উদ্ধারকারীদল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে যোগ দিয়েছে। নদীর তীরে চলছে কান্নাররোল।
কলাগাছিয়া নৌপুলিশ ফাড়ির উপ পরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, শনিবার বিকেল ৩টার দিকে এমএল শাথিল-১ নামে যাত্রিবাহী লঞ্চটি ডুবে যাওয়ার পর নদী থেকে ভাসমান অবস্থায় ৪ মহিলা ও ২ শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেছে। লঞ্চে প্রায় অর্ধশত যাত্রী ছিলো বলে জানা গেছে।
উদ্ধার কাজে অংশ নেয়া কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পুলিশ পরির্দশক (এসআই) হালিম খন্দকার জানান, ভোরে উদ্ধার কাজ শুরু হয়। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আরও পাঁচজনের লাশ উদ্ধার করেছে। এসময় উদ্ধার কাজে খুলরা ও বরিশাল থেকে দুটি উদ্ধারকারীদল উদ্ধারকাজে যোগ দিয়েছে। এখনো আরো অন্তত ২০ যাত্রী নিখোঁজ রয়েছে। তিনি আরো জানান, উদ্ধার হওয়া মতৃদেহের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। লাশের সুরাতহাল চলছে।
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য খলিলুর রহমান জানান, লঞ্চডুবির পর অন্তত ১৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। বাকিরা নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা নদী থেকে ১৩ মৃতদেহ উদ্ধার করেছে।
পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, উদ্ধার কাজে অংশ নেয়ার জন্য পটুয়াখালী থেকে দমকল কর্মীদের একটি টিম পাঠানো হয়েছে। খুলরা ও বরিশাল থেকে রোববার ভোরে দুটি উদ্ধারকারীদল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে যোগ দিয়েছে।
আব্দুল হালিম জানান, এর আগে লঞ্চটি বেলা একটার দিকে গলাচিপা উপজেলা শহরের লঞ্চঘাট থেকে ছেড়ে পটুয়াখালী জেলা শহরের উদ্দেশ্যে যাত্রা করে। এটি কলাগাছিয়া লঞ্চঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনার শিকার হয়। তিনি জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত লঞ্চটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম বরিশাল থেকে রওয়ানা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ঘর ও দোকান মালিকরা জানান, বিকেল ৩ টার দিকে ঝড়টি বয়ে যায়। প্রায় ২০ মিনিট সময় ধরে বাতাসের গতিবেগ তীব্র হওয়ায় ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের বসতঘর, দোকানপাট বিধ্বস্ত হয় এবং বহু গাছপালা উপড়ে পড়ে। ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাংগা, হরতকিবাড়ীয়া, দক্ষিণ ছোটবিঘাই, তুষখালী, কাঁটাখালী, ভুতুমিয়া, বিশ্বাসের হাট, ফুলতলা, অফিসের হাটসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ে শতাধিক কাঁচা-আধা-পাঁকা ঘরবাড়ী ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে।
এছাড়া তুষখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসা, তুষখালী গ্রামের ফারুক চৌকিদার, শঞ্জু শীল, জালাল গাজী, গৌতম শীল, জাফর হাওলাদার, মাটিভাংগা গ্রামের সেলিম ফকির, এনসান খাঁয়ের ঘরবাড়ী, মন্নান সিকদারের দোকানঘর, হরতকীবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন, শান্তিরঞ্জন শীল, গোপাল কর্মকার, আলমগীর খাঁনের বসতঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় রাব্বি (৫), সুমন শীল (৭) মাজেদ খাঁ, সেলিম ফকির, হোসনেয়ারা বেগমসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত শনিবার দুপুর ১২টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে গলাচিপা থেকে পটুয়াখালী আসছিল এমভি শাথিল-১। বিকেল সাড়ে ৩টার দিকে লঞ্চটি কলাগাছিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে। এসময় প্রবল বাতাসে লঞ্চটি নদীতে ডুবে যায়। পরে স্থানীয় জনতা ও পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে।