
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রিজভী আহমেদ বলেছেন, হাসিনাকে এই মুহুর্তেই পদত্যাগ করতে হবে। আর পদত্যাগ না করলে আমরা বিপুল বেগে আন্দোলনের মাধ্যমে তাদের উচ্ছেদ করতে মাঠে নামব।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘ভোটারবিহীন সরকারের কোনো হিংস্র্র পরিকল্পনা কাজে আসবে না। এই সরকারের কোনো নৈতিকতা নেই। সরকার শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও নৈতিকতা হারিয়েছে।’
এসময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।