
সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বহু প্রতীক্ষিত পদ্মা সেতুসহ ছয়টি প্রকল্পকে প্রথম পর্যায়ের নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা বাস্তবায়নে নির্দেশ দিয়েছে সরকার।
পাঁচ প্রকল্প হচ্ছে—পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, ঢাকা গণপরিবহন উন্নয়ন প্রকল্প (মেট্রো রেল), কক্সবাজারে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর ও তরল প্রাকৃতিক গ্যাস টার্মিনাল নির্মাণ প্রকল্প।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্প মনিটরিং কমিটির উদ্বোধনী সভায় এসব প্রকল্প চিহ্নিত করা হয়। কমিটির সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।