
পদ্মা সেতু দুর্নীতি মামলায় দুদকের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হওয়ার পর মামলা থেকেও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুঁইয়াসহ ৭ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি পাওয়া অপর ৬জন হলেন, সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদীশাসন) কাজী ফেরদাউস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (ব্রিজ কন্সট্রাকশন এন্ড মেইনটেন্যান্স ডিভিশন) রিয়াজ আহমেদ জাবের, বাংলাদেশে এসএনসি-লাভালিনের সাব-কনসালট্যান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট লিমিটেডের ডিএমডি মোহাম্মদ মোস্তফা, কানাডিয়ান কোম্পানি এসএনসি-লাভালিনের আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, একই বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ ও এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস।
আজ রবিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. জহুরুল হক দুদকের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করায় মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়। এর আগে এ ৭জনের বিরুদ্ধে তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেছিল দুদক। জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর সিএমএম আদালতে দুদকের প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্ত কমকর্তা মির্জা জাহিদুল আলম। এতে আসামিদের পক্ষে অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানানো হয়। কানাডিয়ান প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাইয়ে দিতে ঘুষ লেনদেন ষড়যন্ত্রের অভিযোগে ২০১২ সালের ১৭ ডিসেম্বর ৭জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
প্রসঙ্গত বিশ্বব্যাংকের নেতৃত্বে ২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার ৫০৭ কোটি টাকা) ব্যয়ে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। বিশ্বব্যাংক এ প্রকল্পে ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ-সহায়তা অনুমোদন করেছিল। তবে পরবর্তী সময়ে দুর্নীতির অভিযোগ এনে এ প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়ালে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয়।