
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বুধবার বিকেল ৬টায় পুলিশ লাইন্স হলরুমে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে পুলিশ সুপার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে অংশ নেন জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ কাজেম উদ্দিন, বিজিবির সেক্টর কমান্ডার, র্যাব এর ক্যাম্প কমান্ডার, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, এডিসি (রাজস্ব) মোঃ তৌফিক ইমাম, সিভিল সার্জন ডাঃ অমলেন্দু বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা, জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেকুজ্জামান পিপিএম, জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু, শহর আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, চাউল কল মালিক গ্রুপের সাধারন সম্পাদক রেজা হুমায়ুন চৌধুরী ফারুক, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, যুগ্ম সাধারন সম্পাদক কাজী তাজউল সামস প্রিন্স, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক এমমাদুল হক মিলন, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামীলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ, হোটেল ও রেঁস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ, চিকিৎসক, সমাজসেবক, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও আমান্ত্রত অতিথিবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পারিচালনা করেন পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম।