মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদহপট্টি ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥  রোববার মালদাহপট্টি ব্যবসায়ী সমিতি’র কার্যালয় প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে।

মালদাহপট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি বিজয় চৌধুরী, সেক্রেটারী এম প্রমেল, নির্বাহী সদস্য উদ্দীপ ভৌমিক, মোঃ নাসিম, মোঃ জহুরুল হক এর সার্বিক তত্বাবধানে ইফতার মাহফিলে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার ঘোষ, আড়ৎদার মালিক গ্রুপের প্রতাপ সাহা পানু, মিজানুর রহমান পাটোয়ারী, সাংবাদিক কামরুল হুদা হেলালসহ মালদাহপট্টি ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।