মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পরিশ্রম মানুষের জীবনকে উন্নতি দেখায়-জেলা সমবায় অফিসার

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : জেলা সমবায় কর্মকর্ত, দিনাজপুর মোঃ সেলিমুল আলম শাহীন বলেছেন, পরিশ্রম মানুষের জীবনকে উন্নতি দেখায়। লটারী বা র‌্যাফেল ড্র’এর মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় না। ভাগ্য পরিবর্তন করতে হলে সততার সাথে কাজ করতে হবে।

গতকাল মঙ্গলবার চিরিরবন্দর উপজেলায় রাণীরবন্দরে সমবায় অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক তত্ত্বাবধানে কাম টু সেভ (সিটিএস) বহুমূখী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে সমবায় বাজারে র‌্যাফেল ড্র’এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। কাম টু সেভ (সিটিএস) বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সম্পাদক মোঃ আমিনুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর-এ-আলম সিদ্দিকী নয়ন, রাণীরবন্দর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল হক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ লুৎফর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কাম টু সেভ (সিটিএস) বহুমূখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) সুব্রত কুমার দাস। প্রধান অতিথি বিজয়ী র‌্যাফেল ড্র’র ভাগ্যবান কুপন নং ০০৭৯৪, ০১৮১৫, ০০০৭৭, ০১৯৩৭, ০০৩৯৫, ০১৫৭৮, ০১৫০৮, ০০৮৮৫, ০১৪৯৫, ০১৮২৬, ০১৪২৯, ০০৭২২, ০১৮৪০, ০১৪৮৯, ০০৬৩৩ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Spread the love