
দিনাজপুর প্রতিনিধি : পল্লীশ্রীর নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আয়োজনে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড-জার্মানীর সহযোগিতায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলা সামাজিক উন্নয়ন কমিটি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার পল্লীশ্রীর নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলা সামাজিক উন্নয়ন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় সভার উদ্যেশ্য, লক্ষিত জনগোষ্ঠী’র মাঝে একতা বৃদ্ধি এবং যৌথভাবে তারা বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের ফলে কর্ম এলাকায় আর্থসামাজিক উন্নয়ন, বিভিন্ন সরকারী-বেসরকারী সুবিধা সমূহ এলাকার হত দরিদ্র পরিবারগুলোতে পৌঁছে দিতে সক্ষমতা বৃদ্ধি, উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা ও দপ্তরের সাথে তাদের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং সম্পর্ক উন্নয়ন হবে এই উদ্দেশ্যে সামনে রেখে উপজেলা সামাজিক উন্নয়ন কমিটি’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভাটি সঞ্চালন করেন প্রোগ্রাম ফ্যাসিলিটেটর ফারহানা সিদ্দিকী।