
জিন্নাত হোসেন : পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর পলীশ্রীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
২২ জুলাই মঙ্গলবার পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর পলীশ্রীর উদ্যোগে পলীশ্রীর কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে পলীশ্রীর চেয়ারপার্সন বেগম বিলকিস জাহান হক এর সভাপতিত্বে সম্পাদক ডাঃ সালেহা খাতুন এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান পলীশ্রীর সহ সভা প্রধান শাজাহান শাহ। দোয়া ও ইফতার মাহফিলে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনজীবী, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, নার্স, কাউন্সিলর, সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও পলীশ্রীর সখল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে ইফতারের পুর্বে দেশ-জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।