
জিন্নাত হোসেন : দিনাজপুর পল্লীশ্রীর সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় বিরল উপজেলায় দিনব্যাপী চক্ষু ও মেডিসিন ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনাজপুরের বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পলীশ্রীর সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে পলি-কর্ম সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় বিরল উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিসিন ও চক্ষু স্বাস্থ্য ক্যাম্প এর উদ্বোধন করেন ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ তোসাদ্দেক হোসেন। ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে অসহায় ও হত দরিদ্র মেডিসিন এবং চক্ষু রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ডাঃ মোঃ নজমুল ইসলাম এবং চক্ষু বিভাগের ডাঃ অজান্তা রায়। স্বাস্থ্য ক্যাম্প মেডিসিন কর্মসূচীতে রোগীদের চিকিৎসা পত্রসহ ফ্রি ঔষধ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিনজপুর পলিশ্রীর ম্যানেজার (ফাইন্যান্স এডমিন ও ষ্টেট) মোঃ কামাল, প্রোগ্রাম ম্যানেজার মোঃ আবুল কাশেম, পল্লীশ্রীর সমৃদ্ধি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শামীমা পপি প্রমুখ। ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে প্রায় ৩ শত অসহায় ও হত দরিদ্র মেডিসিন এবং চক্ষু রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র সহ ঔষধ প্রদান করা হয়।