
রমেন বসাক, হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা : র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা রোববার হিলি-জয়পুরহাট সড়কে জয়পুরহাটের পাঁচবিবির ভীমপুর নামক স্থানে এক অভিযান চালিয়ে ২ জন অস্ত্রধারীকে আটক করেছে । আটককৃতদের নিকট থেকে অ্যামেরিকান তৈরি লেখা একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিন জব্দ করেছে। এ সময় তাদের ব্যবহৃত নাম্বার বিহীন একটি এ্যাপাসি মোটরসাইকেলও জব্দ করেন।
র্যাব ক্যাম্পের এএসআই রেজাউল ইসলাম জানান, ক্যাম্প কমান্ডার মেজর আবদুর রহিমের নেতৃত্বে পাঁচবিবি উপজেলার পূর্বরামচন্দ্রপুর গ্রামের সবির উদ্দিনের ছেলে রক্সি (১৯) ও মাহাবুব হোসেনের ছেলে বাবু (১৯) মোটরসাইকেলটি চালিয়ে হিলি অভিমুখে যাবার প্রাক্কালে লিটনের ইটভাটার নিকট আগে থেকে সাদা পোশাকে অবস্থানরত র্যাবের দলটি তাদের মোটরসাইকেলটির গতিরোধ করেন। এরপর মটরসাইকেটিতে তল্লাসি চালিয়ে এয়ারকুলারের বক্সের ভিতর থেকে এগুলি জব্দ করেন। এএসআই রেজাউল ইসলাম আরো জানান, আটককৃতরা এগুলি ভারত থেকে পাচারের পর বিক্রয় করার জন্য দেশের অভ্যন্তরে নিয়ে যাচ্ছিল।