
হাকিমপুর(দিনাজপুর) সংবাদদাতা : বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন আওতাধীন পাঁচবিবির কয়া সীমান্তে রোববার দিবাগতরাতে বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ৫৫১ বোতল ফেনসিডিল জব্দ করেন। এ সময় ফারুক (২০) নামক ১ জনকে আটক করেন। ফেনসিডিলগুলি জব্দ করার প্রক্কালে ২ রাউন্ড ফাঁকাগুলি বর্ষনের ঘটনাও ঘটে।
ব্যাটালিয়ন সহ-অধিনায়ক মেজর নাসির ইমাম রুমী জানান, ২৮১/৪৮ সীমান্ত পিলার এলাকা দিয়ে একদল মাদক চোরাকারবারী ফেনসিডিল পাচারের প্রাক্কালে বিজিবি সদস্যরা তাদেরকে আটকের চেষ্টা করেন। এসময় চোরকারবারীরা বিজিবি সদস্যদের উপর চড়াও হলে বিজিবি সদস্যরা আত্মরাার্থে তাদেরকে ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করলে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি হাসুয়াসহ ফারুক হোসেন (২০) নামক ১ জনকে আটক করেন। এবং ৫৫১ বোতল ফেনসিডিল জব্দ করেন।