সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তানের ২১০ সংসদ সদস্য সাময়িক বরখাস্ত

পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের ২১০ জন আইনপ্রণেতাকে বরখাস্ত করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ে সম্পদের বার্ষিক বিবরণী জমা না দেয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে ওই আইনপ্রণেতারা আইনগত বাধ্যবাধকতা পূরণের পর যে কোনো সময় তাদের সদস্যপদ ফিরে পাবেন। পাকিস্তানের সংবিধান অনুসারে প্রতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইনপ্রণেতাদের বার্ষিক সম্পদের বিবরণী জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্বাচন কমিশন চাইলে এ সময় আরো ১৫ দিন বাড়াতে পারে। নির্বাচন কমিশন জানায়, এসব আইনপ্রণেতা সাময়িক বরখাস্তকালীন নিজ নিজ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবেন না। তবে আইনগত বাধ্যবাধকতা পূরণ করে যে কোনো সময় তারা সদস্যপদ ফিরে পাবেন।
খবরে প্রকাশ, এ বছর আইনপ্রণেতাদের সম্পদ বিবরণী জমা দেয়ার জন্য দেশটির নির্বাচন কমিশন ১৫ দিন সময় বাড়ায়। সে অনুযায়ী গত বুধবার ছিল আইনপ্রণেতাদের সম্পদের বিবরণী জমা দেয়ার শেষ দিন। কিন্তু এ বর্ধিত সময়ের মধ্যেও জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে মোট ২১০ জন আইনপ্রণেতা তাদের সম্পদের বিবরণী জমা দিতে ব্যর্থ হন। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময় শেষে বুধবার সংশ্লিষ্ট আইনপ্রণেতাদের সাময়িকভাবে বরখাস্ত করে নির্বাচন কমিশন।
সাময়িক বরখাস্ত হওয়া আইনপ্রণেতাদের মধ্যে ৪০ জন জাতীয় পরিষদের ও দুজন সিনেটের সদস্য। অন্যদের মধ্যে ৯৮ জন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের, ২৮ জন সিন্ধুর, ৩৩ জন খাইবার পাখতুনখাওয়ার ও নয়জন বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। উল্লেখযোগ্য আইনপ্রণেতাদের মধ্যে রয়েছেন- জাতীয় পরিষদের সাবেক ডেপুটি স্পিকার চৌধুরী জাফর ইকবাল, পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আরিফুর রহমান আলভি, পাঞ্জাবের শ্রম ও জনশক্তিমন্ত্রী রাজা আশফাক সরওয়ার প্রমুখ। -সূত্র ডন

Spread the love