
পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় একটি উপজাতি এলাকায় গতকাল বুধবার ভোরে দু’দফা মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। এ সপ্তাহে পাকিস্তানের সামরিক বাহিনী উপজাতি অধুষিত এ এলাকায় ব্যাপক অভিযান চালায়।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিসত্মানের দরগা মন্দি গ্রামে তিনটি কম্পাউন্ড লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
মিরানশাহ’র স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, ‘মার্কিন ড্রোন থেকে ছোঁড়া ছয়টি ক্ষেপণাস্ত্র দু’টি গ্রামের পৃথক তিনটি কম্পাউন্ডে আঘাত হানে। এতে কমপক্ষে পাঁচ জঙ্গি নিহত হয়।’
ওই কর্মকর্তা জানান, ড্রোন হামলায় নিহত এসব জঙ্গির এখন পযমত্ম কোন পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরো জানান, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এ দুই ড্রোন হামলা চালানো হয়। সেখানে প্রথম দফার হামলায় দু’টি ড্রোন থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। পরে দ্বিতীয় দফার ড্রোন হামলায় তৃতীয় একটি ড্রোন থেকে আরো দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
অপর সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা এ হামলার খবর নিশ্চিত করে এএফপিকে বলেন, হামলায় একটি কম্পাউন্ডে পার্ক করা একটি গাড়ি বিধ্বসত্ম হয়। তিনি আরো জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে।
উলেস্নখ্য, পাকিসত্মানে দীর্ঘসাত বছরের জঙ্গি তৎপরতা বন্ধের লক্ষে পাকিসত্মান তেহরীক-ই-তালেবানের (টিটিপি) সাথে সংলাপ প্রক্রিয়া এগিয়ে নিতে ইসলামাবাদকে সময় দেয়ার জন্য ওয়াশিংটন গত ডিসেম্বর থেকে পাকিসত্মানে ড্রোন হামলা স্থগিত করে।
কিন্তু করাচি বিমান বন্দরে ব্যাপক জঙ্গি হামলার পর যুক্তরাষ্ট্র গত সপ্তাহে পাকিসত্মানে আবারো ড্রোন হামলা শুরম্ন করে। এসময় দরগা মন্দি গ্রামে মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ১৬ জঙ্গি নিহত হয়।