বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত অন্তত ১৩

03.US-Droneপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় গতকাল বুধবার একটি সন্দেহভাজন জঙ্গি কম্পাউন্ডে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১৩ নিহত হয়েছে।

উত্তর ওয়াজিরিস্তানে হামলাটি চালানো হয়। অঞ্চলটিতে তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে আছে। পাকিস্তানী সেনাবাহিনী গত মাস থেকে এই এলাকায় জঙ্গি উচ্ছেদে অভিযান শুরু করেছে। খবরএএফপি’র।

উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ্র এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘একটি মার্কিন ড্রোন বিমান জোই সাইদগাই এলাকার দুটি জঙ্গি কম্পাউন্ডকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ১৩ জন নিহত হয়।’

তিনি আরো জানান, সৈন্যরা জঙ্গিবিরোধী অভিযান শুরু করার পর জঙ্গিরা মিরানশাহ্ ও মীর আলী থেকে জোই সাইদগাইয়ে পালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়ার পর এ হামলা চালানো হয়েছে। মীর আলী ওই এলাকার অপর প্রধান শহর।

অপর এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এই হামলায় ২০ জনের মতো নিহত হয়েছে। এদের ১২ জন উজবেকিস্তানের নাগরিক।

তিনি আরো জানান, স্থানীয় সময় রাত ২টার দিকে এ হামলা চালানো হয়। এ সময় ওই কম্পাউন্ডের জঙ্গিরা একটি জরুরি বৈঠক করছিল।