গত ২১ জুন ২০১৬ তাং ১২০০ ঘটিকা হতে ১৬০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১২, সিপিসি-২, পাবনা’র একটি আভিযানিক দল উপ-পরিচালক শেখ মনিরুজ্জামান, পিএএম কোম্পানী কমান্ডার, পাবনা র্যাব ক্যাম্প এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সোলেমান আলী, পাবনা এর উপস্থিতিতে সুজানগর থানাধীন নাজিরগঞ্জ সাকিনে পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীদেরকে বালু মহান ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ১৫ ধারা মোতাবেক দোষী সাব্যস্থ করে মোট ১৪ (চৌদ্দ) জনকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড প্রদান ও জরিমানা আদায় করেন। তার মধ্যে ০৮ (আট) জনকে যথাক্রমে ১। বিল্লাল হোসেন(২৯), পিতা-মোঃ শাহজাহান, সাং- চরপাড়া, থানা-দৌলতখা, জেলা-ভোলা, ২। মোঃ রাসু (২৪), পিতা- আঃ শুকুর মিয়া, সাং-গোপালপুর, থানা-সুজানগর, জেলা-পাবনা, ৩। মোঃ হারুন (৫০), পিতা-মৃত-চান মিয়া, সাং-চরপাতা, থানা-দৌলতখা, জেলা-ভোলা, ৪। মোঃ সুজন (২৪), পিতা- মোঃ সজিব উদ্দিন আকন্দ, সাং-চরজাঈনকাটি, থানা ও জেলা-পটুয়াখালী, ৫। মোঃ সবুজ মিয়া (৫৫), পিতা-মোঃ ইউনুচ আলী, সাং-মিরের গাও, থানা ও জেলা-জয়দেবপুর, ৬। ইব্রাহীম (২৩), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-তেতুলতলা, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ, ৭। আঃ রহিম (৫০), পিতা-সত্তার, সাং-খাসকওলা, থানা-চৌহালা, জেলা-সিরাজগঞ্জ, ৮। মোঃ আলী (২৫), পিতা-মোঃ কাকিল, সাং-শেরপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়া ০১ (এক) বছর বিনাশ্রম কারাদন্ড, ০৩ (তিন) জন কে যথক্রমে ১।রফিকুল ইসলাম (৩৫), পিতা-মৃত-নেকবার বেপারী, সাং-মহাবাতপুর, থানা-সুজানগর, জেলা-পাবনা, ২। মোঃ নুরুজ্জামান (৩০), পিতা-মোতালেব মৃধা, সাং-পাটুয়া, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী, ৩। মোঃ জহুরুল ইসলাম (২৬), পিতা-মোঃ ধনু বয়াতী, সাং-উত্তর দরানদী, থানা ও জেলা-পটুয়াখালী ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অবশিষ্ট ০৩ (তিন) জনকে যথাক্রমে ১। মোঃ ইসাহাক মাঝি (৫২), পিতা-মোঃ তাইজুল ফকির, সাং-পশ্চিম কাচাদিয়া, থানা-বেড়া, জেলা-পাবনা, ২। মোঃ আজিজ মন্ডল (৫৮), পিতা-মৃত-কফিল উদ্দিন মন্ডল, সাং-দাসপাড়া, থানা ও জেলা-পাবনা, ৩। মোঃ আবুল মন্ডল (৪৮), পিতা-মৃত ঈমান মন্ডল, সাং-চরধুমচি, থানা ও জেলা-রাজবাড়ী ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ সংক্রান্তে মোবাইল কোর্ট মামলা নং-১২৫/২০১৬ (পাবনা), তারিখ ২১/০৬/২০১৬ খ্রিঃ, ধারা-“ বালু মহান ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ১৫ ধারা” মোতাবেক প্রসিকিউশন দাখিল করা হয়েছে।