
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ বেবী খাতুন (৩৫) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে র্যাব।
আটক বেবী খাতুন উপজেলার ফতে মোহাম্মাদপুর নিউ কলোনী এলাকার মোঃ আরশাদ খাঁর স্ত্রী।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় র্যাব-১২ জেলার ঈশ্বরদী থানাধীন ফতে মোহাম্মাদপুর নিউ কলোনী থেকে তাকে আটক করে।
র্যাব কোম্পানী কমান্ডার মেজর এ এফ এম আজমল হোসেন খান জানান, অভিযানে বেবী খাতুনকে ৬,০০০/- (ছয় হাজার) মুল্যের ১২ (বার) বোতল ভারতীয় আমাদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামী মোছাঃ বেবী খাতুন (৩৫) একজন পেশাদার ফেনসিডিল ব্যবসায়ী বলে স্থানীয়ভাবে জানা যায়।