
প্রেস বিজ্ঞপ্তি : সোম বার সকাল ৬টায় র্যাব-১২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এন্ড্রু কেনেট রোজারিও এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মাঝদিয়া (পুরাতন রেল লাইন) গ্রামে অভিযান চালায়। এ সময় মোঃ সামছুল মন্ডল(৪৬), পিতা-আলিম মন্ডল, সাং-মাঝদিয়া পুরাতন রেল লাইন, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা’কে তার নিজ বসতবাড়ী হতে ০৫(পাঁচ)টি প্লাস্টিকের বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-যার মূল্য অনুমান ২,৫০০/- টাকাসহ গ্রেফতার করেন।
এসআই মোঃ কামাল হোসেন
ডিউটি অফিসার
র্যাব-১২, সিপিসি-২, পাবনা।