বুধবার দুপুর ৩টায় র্যাব-১২, পাবনা ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ মফিজুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী আভিযান চালায়। অভিযানে পাবনা জেলার সদর থানাধীন ডিসি অফিস সংলগ্ন কাচারী পাড়া সাকিনে অভিযান চালিয়ে ধৃত আসামী মোঃ বাবু (৩৩), পিতা- মৃত আমির হোসেন, সাং- কাচারী পাড়া, থানা ও জেলা- পাবনা’কে ০৩ (তিন) বোতল ফেনসিডিল, যার মূল্য অনুমান ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা ও মাদক বিক্রয়লব্দ নগদ ৮৯৫/- (আটশত পচানববই) টাকা সহ গ্রেফতার করেন। উলেখ্য ধৃত আসামী মোঃ বাবু একজন পেশাদার ফেনসিডিল ব্যবসায়ী।
Please follow and like us: