
অদ্য ১৯ অক্টোবর ২০১৫ তারিখ ১৫২৫ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ডিএডি মোঃ এনামুল হক এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা সদর থানাধীন রাধানগর মক্তবপাড়া সাকিনে মাদক ব্যবসায়ী রবির বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী ধৃত আসামী রবি(৪২), পিতা- মৃত আকমল হোসেন, সাং- রাধানগর মক্তবপাড়া, থানা ও জেলা-পাবনাকে সর্বমোট ১০ (দশ) পুরিয়া নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত হেরোইনের ওজন ০৪ (চার) গ্রাম (কাগজসহ) এবং মূল্য অনুমান ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা। উল্লেখ্য ধৃত আসামী একজন পেশাদার হেরোইন ব্যবসায়ী বলে স্থানীয়ভাবে জানা যায়।
ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্থানীয়ভাবে জানা যায়। তার বিরুদ্ধে ১। পাবনা সদর থানার মামলা নং-০৪, তারিখ ০৩/১০/২০১৩ ইং, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ১(ক) এবং ২। পাবনা জেলার ঈশ্বরদী থানার মামলা নং-২০, তারিখ ২৬/৮/২০০৬ ইং, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(বি) ধারায় মামলা রুজু হয় এবং মামলা দুটি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এ বিষয়ে পাবনা জেলার পাবনা সদর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।