সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পাবনা রেলওয়ে টিকেট কালোবাজারীদের ২ লক্ষ টাকা জরিমানা ও ০১ এক বছরের কারাদন্ড

র‌্যাব-১২, পাবনা কোম্পানী কমান্ডার উপ- পরিচালক শেখ মনিরুজ্জামান, পিএএম এর নেতৃত্বে অদ্য ১৪ অক্টোঃ ২০১৫ তারিখ ১৭৩০ ঘটিকায় চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেহেলী লায়লা এর উপস্থিতিতে পাবনা জেলার চাটমোহর থানাধীন চাটমোহর রেলওয়ে স্টেশন সাকিনে রেলওয়ের টিকেট কালোবাজারীদের বিরম্নদ্ধে একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় রেলের টিকেট কালোবাজারী করার সময় ০৪ (চার) কালোবাজারীকে সর্বমোট ৫৪ (চুয়ান্ন) পীস টিকেট ও ০৫ (পাঁচ) টি মোবাইল সেটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টিকেট কালোবাজারী ১। মোঃ আলাল হোসেন, পিতা- মোঃ আবু, সাং- মহেশপুর, ২। মোঃ আয়নুল হক, পিতা- লালচাঁদ মিয়া, সাং- অমৃত কুন্ডা, ৩। মোঃ হানিফ, পিতা- মোঃ তোরাপ আলী, সাং- চক উথুলী, ৪। মহারাজ, পিতা- মৃত আজিজ, সাং- মহেশপুর, রেলবাজার, সর্বথানা- চাটমোহর, জেলা- পাবনদেরকে ‘‘ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ধারা ৪০ এ’’ মোতাবেক প্রত্যেককে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ধৃত আসামীদের পাবনা জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।