
প্রেস বিজ্ঞপ্তি : র্যাব-১২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এন্ড্রু কেনেট রোজারিও এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন অরনকোলা গ্রামে বৃহস্পতিবার অভিযান চালায়।
এ সময় আসামী মোঃ আশু শেখ(২৫), পিতা-মোঃ হান্নু শেখ, সাং-মাহাতাব কলোনী, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা’কে অরনকোলা গ্রামস্থ ‘কৃষি গবেষণা ইন্সটিটিউট’ সংলগ্ন আলম নার্সারীর সামনে পাকা রাস্তার উপর হতে ০৯(নয়)টি প্লাস্টিকের বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল-যার মূল্য অনুমান ৪,৫০০/- টাকা সহ গ্রেফতার করেন।