
সোমবার ২টা ৩০ মিনিটে র্যাব-১২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম সাহিদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন আমবাগান সাকিনে অভিযান চালিয়ে ধৃত আসামী ফাতেমা (৪৫), স্বামী- আবুল কাশেম, সাং- আমবাগান ফেরদৌস কলোনী, থানা-ঈশ্বরদী, জেলা- পাবনা’ কে ৬২(বাষট্টি) পীস ইয়াবা ট্যাবলেট, ৫০ (পঞ্চাশ) পুরিয়া (কাগজসহ ওজন ০৭ গ্রাম) হেরোইন এবং মাদক বিক্রয়লব্ধ ৭,৬৪০/-(সাত হাজার ছয়শত চল্লিশ) টাকাসহ গ্রেফতার করেন।