রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পাবনা র্যাৌব কর্তৃক হেরোইনসহ ০১ জন মহিলা গ্রেফতার

Rab০২ অক্টোবর ২০১৪ তারিখ ২১৩০ ঘটিকায় র‌্যাব-১২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম সাহিদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন শালগাড়িয়া সরদার পাড়া সাকিনে অভিযান চালিয়ে ধৃত আসামী বুলু বেগম (৪৫), স্বামী- মোঃ নজরুল ইসলাম সরদার, সাং- শালগাড়িয়া সরদার পাড়া, থানা ও জেলা- পাবনা’ কে ৫৩ (তিপ্পান্ন) পুরিয়া (কাগজসহ ওজন ১৭ গ্রাম) হেরোইন এবং শুধু হেরোইনের ওজন আনুমানিক ০৪ (চার) গ্রামসহ গ্রেফতার করেন।

Spread the love