
প্রেস বিজ্ঞপ্তিঃ র্যাব-১২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এন্ড্রু কেনেট রোজারিও এর নেতৃত্ত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মাঝদিয়া পুরাতন রেললাইন সাকিনে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ নবাব মৃধা (৩০) পিতা- মোঃ আবুল মৃধা, মাঝদিয়া পশ্চিম খাঁ পাড়া, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা’কে ০৯ (নয়) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল, যার মূল্য অনুমান ৪,৫০০/-(চার হাজার পাঁচশত) টাকাসহ গ্রেফতার করেন।