
পাবনা প্রতিনিধি : র্যাব-১২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ডিএডি একেএম আনোয়ারুল হক খোকন এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন তিলকপুর সাকিনে অভিযান পরিচালনা করে মোঃ ইয়ারুল ফারাজী (৩৬), পিতা-মৃত রশিদ ফারাজী, সাং-তিলকপুর, থানা-ঈশ্বরদী ও জেলা-পাবনাকে ০১(এক) টি ককটেল বোমা উদ্ধারপূর্বক গ্রেফতার করেন। উল্লেখ্য, ধৃত আসামী নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য উক্ত স্থানে অবস্থান করছিল বলে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে।