
ষ্টাফ রিপোর্টারঃ ০৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় র্যাব-১২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এন্ড্রু কেনেট রোজারিও এর নেতৃত্বে র্যাব মাদক বিরোধী চালায়। অভিযানে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন মূলাডুলী বাজার পাড়া গ্রামের মোঃ বাহার উদ্দিন ফকির(৪৪),পিতা-মৃত তাহের উদ্দিন ফকির,সাং- মূলাডুলী বাজার,থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা এর হেফাজতে থাকা মোট ২০০(দুইশত) গ্রাম গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন।
বার্তা প্রেরক, এসআই মোঃ কামাল হোসেন
ডিউটি অফিসার
র্যাব-১২, সিপিসি-২, পাবনা।