বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পাবনা ৠাব কর্তৃক ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১ জন

অদ্য ১১ এপ্রিল ২০১৫ তারিখ রাত ০০১৫ ঘটিকায় ৠাব-১২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী হতে কুষ্টিয়াগামী মহাসড়কের রূপপুর বাজারের মোড়ে অভিযান পরিচালনা করে৷ ৠাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধৃত আসামী ১৷ মোঃ রাজীব খান (৩২), পিতা- মৃত নমির খান, সাং- শিবরামপুর, থানা ও জেলা- পাবনা’ সর্বমোট ৪৩ (তেতালি­শ) পীস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়৷ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের সর্বমোট ওজন আনুমানিক ৩.৫৮৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪৩ X ৫০০= ২১,৫০০/- (একুশ হাজার পাঁচশত) টাকা৷ ধৃত আসামী একজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী বলে স্থানীয়ভাবে জানা যায়৷