সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পারিজা ধান কাটার ওপর কৃষকের মাঠ দিবস

Parijaজেলায় অনুষ্ঠিত হয়েছে আউশ মৌসুমে পারিজা ধান কাটার ওপর কৃষকের মাঠ দিবস।

রোববার জেলার বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ধননঞ্জয়পুর এলাকায় কৃষকের এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান।

আরডিআরএস-বাংলাদেশের আয়োজনে স্থানীয় রনগাঁও ইউপি চেয়ারম্যান প্রাণতোষ চন্দ্র দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) সুধেন্দ্র নাথ রায়, বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, আরডিআরএস-বাংলাদেশ দিনাজপুরের কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন বক্তব্য দেন।

আলোচনা সভার আগে অতিথিরা সরজমিনে পারিজা ধানের মাঠ পরিদর্শন ও ফসল কাটেন।