
জেলায় অনুষ্ঠিত হয়েছে আউশ মৌসুমে পারিজা ধান কাটার ওপর কৃষকের মাঠ দিবস।
রোববার জেলার বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ধননঞ্জয়পুর এলাকায় কৃষকের এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান।
আরডিআরএস-বাংলাদেশের আয়োজনে স্থানীয় রনগাঁও ইউপি চেয়ারম্যান প্রাণতোষ চন্দ্র দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) সুধেন্দ্র নাথ রায়, বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম, আরডিআরএস-বাংলাদেশ দিনাজপুরের কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন বক্তব্য দেন।
আলোচনা সভার আগে অতিথিরা সরজমিনে পারিজা ধানের মাঠ পরিদর্শন ও ফসল কাটেন।