সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরের ছাত্রীকে উত্ত্যাক্ত ও শ্লীলতা হানির চেষ্টা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার মোস্তফাপুর হাইস্কুলের শিক্ষক মোঃ হাবিবুর রহমান তার বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্রী ডলি (১৩) কে উত্ত্যাক্ত ও শ্লীলতা হানির চেষ্টার প্রতিবাদে ঐ বিদ্যালয়ের অবিভাবক ও ম্যানেজিটিং কমিটির প্রাক্তন সদস্য, সভাপতি, সচেতন যুবসমাজ এর মোঃ এরশাদ আলী ও সাধারণ সম্পাদক মাজেদুর হক শাহ্ ঐ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমানের অপসারণে দাবি জানিয়ে ঐ এলাকায় বিক্ষোপ, সমাবেশ ও পোষ্টারিং করেছেন এলাবাসীদেরকে নিয়ে। ঘটনাটি ঘটেছে গত ২৫/০৮/২০১৪ইং তারিখে সোমবার বিদ্যালয়ে। উত্ত্যাক্ত ও শ্লীলতা হানির চেষ্টার ঘটনাটি স্কুলের ছাত্র-ছাত্রীসহ ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অবিভাবকগণ অবগত হয়ে ঘটনার বিষয়টি স্কুলের সকলে মুখে মুখে জানতে পারেন। পরবর্তীতে দূঃচরিত্র হাবিবুর রহমান মোটা অংকের টাকা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে দেওয়া পর ঐ ঘটনাটি ধামাচাপা দেওয়া চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এমনকি বিদ্যালয়ের সভাপতিকে স্কুলের সকল শিক্ষক একত্রি হয়ে ঘটনাটি তারাও ধামাচাপা দেওয়া জন্য সহযোগিতা করেন। এদিকে সচেতন যুবসমাজ উক্ত ঘটনা জানতে পেরে গত ০৭/০৯/২০১৪ইং তারিখে দুপুর ২টায় মোস্তফাপুর হাই স্কুলে গিয়ে উক্ত শিক্ষকে অপসারণসহ বিচারের দাবি করে ম্যানেজিং কমিটির সভাপতিকে ঘটনাটি বলেন, তিনি ঐ ঘটনাটি অস্বীকার করে উত্তেজিত হয়ে সচেতন যুবসমাজের লোকজনদেরকে বলেন, তোমার কারা। ঐ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঘটনাটির সুষ্ট বিচার চেয়ে বলার জন্য এগিয়ে আসলে বিদ্যালয়ে সভাপতিসহ স্কুলের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদেরকে শাসিয়ে. ধমক দিয়ে তাড়িয়ে দেন। বিদ্যালয়ে নবম শ্রেণী ছাত্রী ডলি, পিতা-শ্রী চন্দ্রন, গ্রাম-বড়রামচন্দ্র পুর, পার্বতীপুর, দিনাজপুর তার মেয়ে শ্লীলতা হানির ও উত্ত্যাক্ত করার প্রতিবাদ করে বিদ্যালয়ের সভাপতি কাছে অভিযোগ করলে তারা সন্ত্রাসী দ্বারা বিভিন্ন ভাবে হুমকি দেন। আমবাড়ী এলাকার অবিভাবক ও ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য, সভাপতি, সচেতন যুবসমাজ গত ২৪/০৯-২০১৪ইং তারিখে উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দাখিল করতে গেলে তিনি অভিযোগ নিয়ে তিরস্কার করে বলেন দৌড় ঝাপ করে লাভ হবে না থেমে যান। ঐ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমানের অপসারণে দাবিতে ও ছাত্রীকে উত্ত্যাক্ত ও শ্লীলতা হানির সুষ্ট তদন্ত ও বিচার চেয়ে দিনাজপুর জেলা প্রশাসক ও মাধ্যমিক শিক্ষক অফিস দিনাজপুর বরারব গত ১৯/১০/২০১৪ইং তারিখে লিখিত ভাবে অভিযোগ দাখিল করেন। সচেতন যুবসমাজের সভাপতি মোঃ এরশাদ আলী ও সচেতন যুবসমাজের সাধারণ সম্পাদক মোঃ মাজেদুর হক শাহ্ । উক্ত বিদ্যালয়ে নবম শ্রেণী ছাত্রী শ্রী ডলির, পিতা- শ্রী চন্দ্রন এর সাথে গত ২৩-১০-২০১৪ইং তারিখে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই ঘটনার সুষ্ট বিচার চাই কিন্তু কে শুনবে আমার এই কথা, তাই যারা এই ঘটনার সুষ্ট বিচার চেয়ে আন্দোলন করছে। তাদের কাছে আমি বিচার ভার ছেড়ে দিয়েছি। বর্তমান ঐ শিক্ষকের অপসারণে দাবিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অবিভাবকদেরকে নিয়ে মিছিল মিটিং চলছে। এই ঘটনাকে ধামাচাপা দেওয়া জন্য একটি মহল তৎপর চালাছে। এদিকে পার্বতীপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সমশের আলী মন্ডল সাথে গত কাল শনিবার মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, অভিযোগটি পাওয়া মাত্র তদন্ত শুরু করেছি। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেনের সাথে গত কাল শনিবার কথা বললে তিনি বলেন, এই ঘটনা সত্য নয়। ঐ শিক্ষক ঘটনা স্বীকার হয়েছে।

Spread the love