বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরের টিউবওয়েল বসাতে গিয়ে দেয়াল চাপা পড়ে একজনের মৃত্যু। আহত-২

দিনাজপুর প্রতিনিধি : টিউবওয়েল বসাতে গিয়ে দেয়াল চাপা পড়ে আবু তাহের(৩০) নামে এক টিউবওয়েল মিস্ত্রি মারা গেছে। এসময় আরও দুই মিস্ত্রি বাবলু(৩৫) ও শফিকুল(৩২) আহত হয়েছে।

শনিবার বিকেলে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউপির ছোট কালাইঘাট গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

মুত আবু তাহের পার্বতীপুরের কালিকাপুর নয়াপাড়া গ্রামের আব্দুল হাকিমের পুত্র।

এলাকাবাসীরা জানায়, আবু তাহেরসহ ওই তিন মিস্ত্রি কালাইঘাটি গ্রামের অলিউল্লার বাড়ীতে টিউবওয়েল বসাতে যায়। বাড়ীর ভিতরে মাটির সীমানা প্রাচীরের কাছে বোরিং করার সময় হঠাৎ নিচের মাটি দেবে গেলে পাশের প্রাচীর ভেঙে তাদের উপর পড়ে। আহতদের হলদীবাড়ী হাসপাতালে নেয়াহয়।অবনতি হলে আবু তাহেরকে দিমেক হাসপাতালে নেয়ার পথে বিকালে মারা যায়।