শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরের ফুলুরডাঙ্গা গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দকৃত টাকা তছরুপাতের অভিযোগ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন স্কুল লার্নিং ইমপ্রুভমেন্ট প্ল্যানের আওতায় পার্বতীপুর উপজেলায় বরাদ্দকৃত স্লিপ এর ৩০ হাজার টাকা ভূয়া বিল ভাউচারে তছরুপাতের অভিযোগে দক্ষিণ শালন্দার ফুলুর ডাঙ্গা গুচ্ছ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গতকাল বুধবার সহকারী শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন প্রধান ও বাসুদেব রায় সম্বনয়ে গঠিত দুই সদস্যের একটি কমিটি তদন্ত শুরু করেছে। গত ২৫ সেপ্টেম্বর স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি জাহিনুর ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ উত্থাপন করে বিভিন্ন দপ্তরে পাঠায়।
উল্লেখ্য, উক্ত উন্নয়ন প্রকল্পের আওতায় পার্বতীপুর উপজেলার ১৮০টি স্কুলে ৩০ হাজার করে টাকা বরাদ্দ দেয়া হয় গত অর্থ বছর। তদন্ত কমিটির প্রধান রুহুল আমিনের সাথে কথা হলে জানান ৭ কর্ম দিবস সময় বেধে দিয়ে তদন্ত কার্য চলছে। তদন্ত শেষে বলা যাবে। এখন কিছু বলা যাচ্ছেনা  না।

Spread the love