
পার্বতীপুর প্রতিনিধিঃপার্বতীপুরের হলদীবাড়ী রেলওয়ে কলোনী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কার্য্য নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধা ৭টায় ঘোষিত নির্বাচনী ফলাফলে সভাপতি পদে নাজমুল হুদা খাঁন ফিরোজ,সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম ও সম্পাদক পদে আজিজুল আলম বিজয়ী হয়েছেন।
সমিতির কার্য্য নির্বাহী কমিটির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ফারুক চৌধুরি মুকুল, হাফিজুর রহমান রানা,আব্দুল বাসেদ, আজিজার রহমান মুকুল, শাহিন মোল্লা ও নজরুল ইসলাম। নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় ও পরিসংখান দপ্তরের কর্মকর্তা মহির উদ্দিন,এস এম কামরুজ্জামান ও এমদাদুল হক।
১৭ বছর পরে অনুষ্টিত এই নির্বাচনে সমিতির ১৪৫জন ভোটারের মধ্যে ১৩৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
Please follow and like us: