
পার্বতীপুর প্রতিনিধিঃপার্বতীপুরের হলদীবাড়ী রেলওয়ে কলোনী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কার্য্য নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধা ৭টায় ঘোষিত নির্বাচনী ফলাফলে সভাপতি পদে নাজমুল হুদা খাঁন ফিরোজ,সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম ও সম্পাদক পদে আজিজুল আলম বিজয়ী হয়েছেন।
সমিতির কার্য্য নির্বাহী কমিটির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ফারুক চৌধুরি মুকুল, হাফিজুর রহমান রানা,আব্দুল বাসেদ, আজিজার রহমান মুকুল, শাহিন মোল্লা ও নজরুল ইসলাম। নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় ও পরিসংখান দপ্তরের কর্মকর্তা মহির উদ্দিন,এস এম কামরুজ্জামান ও এমদাদুল হক।
১৭ বছর পরে অনুষ্টিত এই নির্বাচনে সমিতির ১৪৫জন ভোটারের মধ্যে ১৩৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।