মনজুরুল আলম, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুর : দিনাজপুরের পার্বতীপুরে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে মালামালসহ এক বাড়ী পুড়ে ভস্মিভূত হয়েছে। জানা যায়, গত রোববার দিবাগত রাত ১টার দিকে শহরের রোস্তমনগর ঢাকাইয়া মহল্লার বাসিন্দা আঃ রহমানের পুত্র খোকনের বাসায় শর্ট সার্কিট থেকে আগুন ধরে দুইটি ঘরের মালামালসহ বাড়ীটি পুড়ে যায়। এতে তির পরিমান প্রায় লাধিক টাকা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
Please follow and like us: