
দিনাজপুরের পার্বতীপুরে এটায় প্রথম অন্ধদের মাঝে জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দের দেড় টন চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে জাতীয় অন্ধ সংস্থার জেলা শাখা উদ্যোগে সভাপতি নতুন বাজারস্থ নিজস্ব কার্যালয়ে ১শ অন্ধের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ করার সময় সেখানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার জাতীয় অন্ধ সংস্থার সভাপতি ও পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক শফিকুর রায়হান নেতা, সংস্থার সাধারণ সম্পাদক হাসমত খাঁ, সাংগাঠনিক সম্পাদক বাচ্চু দেওয়ান সহ সংস্থার স্থানীয় গনমান ব্যক্তি বর্গ।অন্ধরা চাউল পেয়ে খুবেই আনন্দতি কারন তারা কখনেই একক ভাবেই কোন সাহয্য পায়নি বলে জনান।
দিনাজপুর জেলার অন্ধদের পুর্নবাসনের লক্ষ্যে আগামিতে ২ একর খাস জমিতে আবাসনের ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে সংস্থার সভাপতি সাংবাদিকদের জানান।