
আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকে : দিনাজপুরের পার্বতীপুর থেকে অপহৃত কিশোরী ফারহানাকে অপহরনের ১৩ দিন পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয় থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে পতিতালয়ের বাড়ী ওয়ালা সরোয়ার হোসেনের বাড়ী থেকে অপহৃত কিশোরী ফারহানা খাতুন ফান্না (১৫) থেকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার জবানবন্দি গ্রহণের জন্য দিনাজপুর ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
ফারহানার মামা শাহ আলম জানান, গত ১৩ নভেম্বর ফারাহানা তার গ্রামের বাড়ী পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের ধোপাকল থেকে পার্শ্ববতী খোলাহাটি বাজারে যায়। এর পর সে বাড়ীতে ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে না পেয়ে পুলিশকে অবহিত করি।
পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, একটি মোবাইল ফোনের সুত্র ধরে আমাদের থানার এসআই মোসত্মফা কামাল গোয়ালন্দ থানার পুলিশের সহযোগিতায় অপহৃত কিশোরী ফারহানাকে উদ্ধার করে।
এ ঘটনায় ফারহানার মামা শাহ আলম বাদী হয়ে গত ২৫ নভেম্বর পার্বতীপুর মডেল থানায় একটি অপহরণ মামলা করে।